সংবাদ সম্মেলনে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
- ২২ জুন ২০২৫, ১৫:১৭
ঝালকাঠির কাঁঠালিয়ায় জমি দখল, ঘর নির্মাণ, পুকুর খনন ও তালগাছ কাটার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় নির্যাতনের শিকার এক বৃদ্ধা নারীসহ একটি পরিবার সংবাদ সম্মেলন করে জীবনের নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি করেছে।
তবে অভিযুক্ত বিএনপি নেতার ভাষ্য, তিনি তার নিজের জমির গাছ কেটেই ঘর বানিয়েছেন লাগিয়েছেন।
শনিবার (৩ মে) বেলা ১১টায় কাঁঠালিয়া প্রেসক্লাব সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার তারাবুনিয়া গ্রামের মো. সামছুল আলম হাওলাদারের ছেলে মো. নাছির হাওলাদার লিখিত বক্তব্য পাঠ করেন।
তিনি বলেন, “আমি ও আমার ভাই ঢাকায় একটি প্রাইভেট ফার্মে চাকরি করি। বাড়িতে থাকেন আমাদের বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও সন্তানরা। এই সুযোগে প্রতিবেশী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জুয়েল হাওলাদার আমাদের জমিতে জোরপূর্বক ঘর নির্মাণ, পুকুর খনন এবং তালগাছ কেটে নিয়েছেন।”
নাছির হাওলাদার আরও অভিযোগ করেন, “জুয়েল হাওলাদার তার সন্ত্রাসী বাহিনী দিয়ে বারবার আমার মা-বাবাকে হুমকি দিয়ে আসছেন। একাধিকবার আমাদের ঘরে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এতে আমাদের পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী নাছির হাওলাদার, তার বাবা মো. সামছুল আলম হাওলাদার এবং মা শেফালী বেগম। তারা প্রধান উপদেষ্টা ও স্থানীয় প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জুয়েল হাওলাদার বলেন, “আমরা আমাদের নিজস্ব জমিতে ঘর নির্মাণ করেছি এবং আমাদের গাছ কেটেছি। অন্যের জমিতে কিছুই করিনি।”