নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল কলেজছাত্রের
- ২২ জুন ২০২৫, ১৫:১৮
ফরিদপুরের সালথা উপজেলায় মোটরসাইকেল ও নছিমন গাড়ির সংঘর্ষে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম মো. জিশান খান (ফাহাদ)। তিনি উপজেলার গট্টি ইউনিয়নের মোড়হাট গ্রামের মোটরপার্স ব্যবসায়ী হেলাল খানের একমাত্র পুত্র এবং সরকারি রাজেন্দ্র কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।
শুক্রবার (২ মে) দুপুরে ফরিদপুর-সালথা আঞ্চলিক সড়কের কাউলিকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফাহাদ সালথা বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় ফরিদপুর থেকে আসা ইটবোঝাই একটি নছিমন গাড়ি তার মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে নেমে আসে গভীর শোকের ছায়া।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মারুফ হাসান রাসেল বলেন, সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।