জাতীয় ঐকমত্য কমিশন কারও প্রতিপক্ষ নয়: আলী রীয়াজ

ড. আলী রীয়াজ
ড. আলী রীয়াজ © সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, ঐকমত্য কমিশনের সুনির্দিষ্ট ভূমিকা নেই। কমিশন কারও প্রতিপক্ষ নয়। সুনির্দিষ্ট জাতীয় সনদ তৈরি আমাদের মূল লক্ষ্য। ছয় মাসের মধ্যে সেটাই তৈরি করতে চাই।

আজ শনিবার (৩ মে) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ১২-দলীয় ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসার আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ড. আলী রীয়াজ বলেন, দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকবে। নেতাকর্মীরা জাতীয় স্বার্থে নিজ নিজ অবস্থান থেকে যেমন কথা বলবেন, আবার ছাড় দেওয়ারও মানসিকতা থাকতে হবে।

সব বিষয়ে একমত হওয়া সম্ভব না হলেও, রাষ্ট্র গড়ার ক্ষেত্রে একমত হতে পারবেন বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি।

এর আগে গতকাল ‎শুক্রবার বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে। ‎বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (৩ মে) সকাল ১০টায় জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ১২-দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হবে। আর বিকেল ৩টায় একই স্থানে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সঙ্গে বৈঠক করবে জাতীয় ঐকমত্য কমিশন।

এ পর্যন্ত ২০টি রাজনৈতিক দলের সাথে প্রথম পর্যায়ের আলোচনা শেষ করেছে কমিশন। সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলের সঙ্গে পাঁচটি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে প্রথম পর্যায়ের আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন।