সিন্ধুতে বাঁধ গড়লে চুপ থাকবে না পাকিস্তান: হুঁশিয়ারি প্রতিরক্ষামন্ত্রীর

কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনার রেশ না কাটতেই ভারত-পাকিস্তান সম্পর্ক আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে ভারতের দিকে আঙুল তুলে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সতর্ক বার্তা দিয়ে বলেছেন—ভারত যদি সিন্ধু নদে কোনো বাঁধ বা জল নিয়ন্ত্রণমূলক অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেয়, তাহলে ইসলামাবাদ তা "জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি" হিসেবে বিবেচনা করবে এবং উপযুক্ত জবাব দেবে।

পাকিস্তানের জনপ্রিয় টিভি চ্যানেল জিও নিউজে ‘নয়া পাকিস্তান’ নামের এক আলোচনায় খাজা আসিফ বলেন, “শুধু গুলি চালালেই আগ্রাসন হয় না। পানি আটকে দেওয়া, জনজীবন বিপন্ন করে দেওয়া, এও এক ধরনের যুদ্ধ। সিন্ধুতে যদি কোনো কাঠামো তৈরি করা হয়, আমরা তা ধ্বংস করে দেব।”

কাশ্মীর হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত এর দায় পাকিস্তানের কাঁধে চাপালেও এখনো পর্যন্ত কোনো প্রামাণ্য তথ্য আন্তর্জাতিক মহলের সামনে আনতে পারেনি। বরং প্রতিরক্ষামন্ত্রী আসিফের মতে, ভারতের এসব পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত এবং মোদি সরকার নির্বাচনের আগে ‘নাটক সাজাতে’ মরিয়া।

এই ঘটনার পর দুদেশের মধ্যে একের পর এক পাল্টা ব্যবস্থা গ্রহণ করা হয়। ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে, পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করে এবং ওয়াঘা সীমান্তে যাতায়াত বন্ধ করে দেয়। জবাবে পাকিস্তান ভারতীয় কূটনীতিকদের বহিষ্কার করে এবং শিখ তীর্থযাত্রী ব্যতীত সকল ভারতীয় নাগরিকের ভিসা বাতিল করে।

তবে সরাসরি সামরিক সংঘাত নয়, বরং কূটনৈতিক ও আন্তর্জাতিক আইনি পথে ভারতকে চাপে ফেলতে চায় পাকিস্তান। খাজা আসিফ জানিয়েছেন, পাকিস্তান সিন্ধু পানি চুক্তির আইনগত কাঠামোর মধ্যেই ভারতের পরিকল্পনার বিরোধিতা করবে এবং বিষয়টি আন্তর্জাতিক অংশীদারদের সামনে উপস্থাপন করবে।

তার কথায়, “ভারতের পক্ষে চুক্তিভঙ্গ সহজ হবে না। আর আমরা প্রতিটি কূটনৈতিক ও কৌশলগত পদ্ধতি অবলম্বন করেই তা প্রতিহত করব।”