ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে সাক্ষাৎকারের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২ জুন ২০২৫, ১৫:২১
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের সাক্ষাৎকারের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পাশাপাশি কোটার নোটিশও আলাদাভাবে প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এর আগের নোটিশে ভুলবশত বিভিন্ন কোটায় আবেদনকারীদের তথ্যসহ প্রকাশ করা হয়েছিল জানিয়ে দুঃখ প্রকাশ করে কর্তৃপক্ষ।
ভর্তিবিষয়ক ওয়েবসাইটে নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের সাক্ষাৎকারের সংশোধিত নোটিশ ও কোটায় আবেদনকারীদের আবেদন করা কোটার যাচাইয়ের সাক্ষাৎকারের নোটিশ- পৃথকভাবে প্রকাশ করা হয়েছে। ওয়েবসাইটে বাম দিকের মেনু থেকে সংশ্লিষ্ট নোটিশে ক্লিক করে দেখে নেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
এর আগে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের সাক্ষাৎকারের নোটিশে ভুলবশতঃ বিভিন্ন কোটায় আবেদনকারীদের তথ্যসহ প্রকাশ করা হয়েছে। এ তালিকায় শুধমাত্র কোটা ব্যতীত শিক্ষার্থীদের তথ্য থাকবে। সাধারণতঃ কোটায় আবেদনকারীদের মূল কাগজপত্র যাচাই ও সাক্ষাৎকার পৃথক নোটিশের মাধ্যমে হয়।
আরো পড়ুন: শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আমরা দলাদলি করতে চাই না: ঢাবি উপাচার্য
আরো বলা হয়েছিল, কোটায় আবেদনকারীদের কোন বিষয় বরাদ্দ না হওয়ায় তাদের পক্ষে আগাম টাকা পরিশোধ করার কোন সুযোগও নেই। ফলে এই সাক্ষাৎকারে তাদের অংশগ্রহণেরও কোন সুযোগ নেই। বিজ্ঞান ও চারুকলা ইউনিটে কোটায় আবেদনকারীদের এই সাক্ষাৎকার ইতোমধ্যে হয়ে গিয়েছে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।