শিক্ষার্থীদের ভিসা বাতিল করে নিজের পায়ে ‘কুড়াল মারছে’ ট্রাম্প: উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ

অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ
অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ © টিডিসি ফটো

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ভিসা নীতি গ্রহণ করেছেন, তাতে তিনি কত মেধা হারাচ্ছেন, তা তিনি কল্পনাও করতে পারেননি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। এ সময় তিনি বলেন, হার্ভার্ড, ক্যামব্রিজ, স্ট্যানফোর্ডের মতো বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিসা বাতিল করার সিদ্ধান্ত নিয়ে ট্রাম্প আসলে নিজের পায়েই কুড়াল মারছেন বলে উল্লেখ করেন।

আজ শুক্রবার (২ মে) ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সম্মাননা ২০২৫’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহকে গবেষণা ভিত্তিক প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে ‘উচ্চশিক্ষা কমিশন’ হিসেবে সংস্কারের বিষয়টি বিবেচনাধীন রয়েছে। 

আরও পড়ুন: চাহিদার সঙ্গে শিক্ষার্থীদের গড়ে তুলতে কারিকুলাম পরিবর্তন দরকার: ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলর

তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে আমাদের গবেষণার সক্ষমতাকে কাজে লাগাতে হবে। দেশের উপযোগী করে গবেষণা প্যাটার্ন তৈরি করতে হবে। আন্তর্জাতিক মানের গবেষণা কার্যক্রম পরিচালনা করায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের অভিনন্দন জানান।

এর আগে, গবেষণা ও বুদ্ধিবৃত্তিক অবদানের স্বীকৃতি স্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের প্রায় ৩শ’ জন খ্যাতিমান শিক্ষক ও গবেষককে সম্মাননা প্রদান করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. এ এফ সিরাজুল ইসলাম চৌধুরী, ডেইলি নিউ এজ-এর সম্পাদক নূরুল কবির এবং কেডিএস গ্রুপের চেয়ারম্যান সেলিম রহমান। এছাড়াও ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. এম রেজাউল ইসলাম স্বাগত বক্তব্য দেন।