কাশ্মীর ইস্যুতে ভারতকে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র
- ২২ জুন ২০২৫, ১৬:৫৫
কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের জেরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এ পরিস্থিতিতে ভারতকে বৃহত্তর আঞ্চলিক সংঘাত এড়ানোর বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (১ মে) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন,
যুক্তরাষ্ট্র আশা করে কাশ্মীরে হামলার ঘটনায় ভারত এমন কোনো প্রতিক্রিয়া জানাবে না যা বৃহত্তর আঞ্চলিক সংঘর্ষের সৃষ্টি করবে।
তিনি আরও বলেন, আমাদের আশা, যদি পাকিস্তান এই ঘটনার সঙ্গে কোনোভাবে যুক্ত থাকে, তবে তারা যেন ভারতকে সহযোগিতা করে যাতে তাদের ভূখণ্ডের সক্রিয় সন্ত্রাসীরা ধরা পড়ে ও তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়।
এতে আরও বলা হয়েছে, কাশ্মীরে হামলার ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি ভারতের প্রতি সংহতি জানিয়ে এটিকে ‘সন্ত্রাসী ও বিবেকহীন’ হামলা হিসেবে উল্লেখ করেছেন। তবে ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে পাকিস্তানকে সরাসরি দোষারোপ করেননি।