ফিজিতে ২৬ বাংলাদেশির কষ্টের কথা শুনে ব্যবস্থা নিলেন প্রধানমন্ত্রী
- ২২ জুন ২০২৫, ১৬:৫৬
ফিজির সেন্ট্রাল ডিভিশনের একটি স্থানীয় সুপার মার্কেটে কর্মরত ২৬ জন বাংলাদেশি শ্রমিকের দুর্দশার অভিযোগ উঠেছে। এ খবর পেয়ে তাদের কাছ থেকে সরাসরি শুনেছেন ফিজির প্রধানমন্ত্রী সিটিভেনি রাবুকা।
শ্রমিকরা আবাসস্থল ও খাবার নিয়ে কষ্টের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। তাদের অভিযোগের ভিত্তিতে কর্মসংস্থান ও অভিবাসনবিষয়ক মন্ত্রীকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন রাবুকা।
সম্প্রতি ওই শ্রমিকদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন রাবুকা। শ্রমিকরা তাকে বলেন, তাদের বসবাসের পরিবেশ অনুপযুক্ত, পর্যাপ্ত পরিমাণে খাবারের সরবরাহ নেই এবং তাদের চাকরির ক্ষেত্রে বিভিন্ন শর্ত লঙ্ঘন করা হয়েছে।
প্রধানমন্ত্রী রাবুকা বলেন, কোনো শ্রমিকের এমন অবস্থায় থাকা উচিত নয়, যেখানে তাদের মর্যাদার সঙ্গে আপস করতে হয়।
শ্রমিকদের জন্য যা ন্যায্য, তা করার ওপর জোর দিয়ে তিনি বলেন, আমাদের ফিজির নাগরিকরাও বিদেশে কাজ করছেন। আমরা চাই না তারাও কোথাও অন্যায় আচরণের শিকার হন বা অবিচারের মুখোমুখি হন। তেমনি ফিজিতে কর্মরত বিদেশি নাগরিকদের প্রতি আমাদের একই রকম আচরণ করা উচিত।
অভিযোগকারী কর্মীরা কিছুদিন ধরে ওই সুপার মার্কেটে কর্মরত। তারা অভিযোগ করেছেন, চলমান পরিস্থিতির কারণে তারা ফিজিতে তাদের কাজের অভিজ্ঞতা উপভোগ করতে পারছেন না।
প্রধানমন্ত্রী জরুরি ভিত্তিতে শ্রমিকদের আবাসনব্যবস্থার উন্নতি এবং তাদের মৌলিক চাহিদাগুলো নিশ্চিত করার জন্য নিয়োগকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন রাবুকা।