ভুট্টা ক্ষেতে গাঁজা চাষ, আটক ২

গ্রেপ্তারকৃত জুয়েল হাওলাদার ও মো. হৃদয় মোল্লা
গ্রেপ্তারকৃত জুয়েল হাওলাদার ও মো. হৃদয় মোল্লা © টিডিসি

ঝালকাঠির নলছিটিতে ভুট্টা ক্ষেতে গাঁজার চাষের অভিযোগে দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১ মে) সন্ধ্যায় উপজেলার ফুলহরি গ্রামে অভিযান চালিয়ে ১৪টি গাঁজার গাছসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. মৌজে আলী হাওলাদারের ছেলে মো. জুয়েল হাওলাদার (৩২) এবং সবুজ মোল্লার ছেলে মো. হৃদয় মোল্লা (১৯)। তারা দুজনেই ফুলহরি গ্রামের স্থায়ী বাসিন্দা।  

বিষয়টি নিশ্চিত করেছেন  জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফুলহরি গ্রামে অভিযান চালানো হয়। বুধবার  সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিবি পুলিশের একটি টিম ভুট্টা ক্ষেতটিতে তল্লাশি চালায় এবং একে একে ১৪টি গাঁজার গাছ উদ্ধার করে। এ সময় গাঁজার চাষে জড়িত দুইজনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। 

তিনি আরও বলেন, অসৎ উদ্দেশ্যে তারা নিজের বসতবাড়ির পাশেই ভুট্টা ক্ষেতের ভেতরে গাঁজার গাছ রোপণ করেছিল। আমরা গাছগুলো জব্দ করেছি এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।