খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে যা জানা গেল
- ২২ জুন ২০২৫, ১৬:৫৬
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চলতি মে মাসের ৪ বা ৫ তারিখে দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন তার একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার।
বৃহস্পতিবার (১ মে) বিকেলে তিনি জানান, এয়ার অ্যাম্বুলেন্সে ফিরিয়ে আনার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, কারণ তার শারীরিক অবস্থা এবং ভ্রমণের প্রস্তুতির উপর অনেক কিছু নির্ভর করছে।
সবকিছু বিবেচনায় নিয়ে ৪ বা ৫ তারিখকে সম্ভাব্য তারিখ হিসেবে ধরে প্রস্তুতি চলছে বলে তিনি উল্লেখ করেন।