বাংলাদেশের বিরুদ্ধে সংখ্যালঘু ইস্যুতে অপপ্রচার, ব্রিটিশ এমপিদের উদ্বেগ
- ২২ জুন ২০২৫, ১৭:০৮
বাংলাদেশের বিরুদ্ধে সংখ্যালঘুদের নিয়ে অপপ্রচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের সংসদ সদস্যরা। বুধবার (৩০ এপ্রিল) লন্ডনে অনুষ্ঠিত অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) ফর বাংলাদেশ-এর এক বিশেষ সভায় তারা এই উদ্বেগ জানান।
সভাটি আয়োজন করেন এপিপিজির চেয়ারপারসন এমপি আপসানা বেগম। এতে অংশ নেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামসহ একাধিক ব্রিটিশ পার্লামেন্ট সদস্য। হাইকমিশনার বাংলাদেশের ধর্মীয় সহনশীলতা, মানবাধিকার রক্ষায় সরকারের প্রতিশ্রুতি এবং বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ তুলে ধরেন।
আবিদা ইসলাম বলেন, বাংলাদেশ সরকার ধর্মীয় স্বাধীনতা ও আইনি সুরক্ষার নীতিতে অটল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য কাজ করছে। তিনি জানান, সংখ্যালঘুদের বিষয়ে যেসব তথ্য আন্তর্জাতিক পরিসরে প্রচার করা হচ্ছে, তার অনেকটাই বিকৃত বা ভুল উপস্থাপন। সভায় উপস্থিত ব্রিটিশ এমপিরাও এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এসব অপপ্রচারের বিরুদ্ধাচরণে ঐক্যমত পোষণ করেন।
তিনি আরও জানান, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার স্বচ্ছতা নিশ্চিত করতে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের স্বাগত জানাচ্ছে। সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের জন্য বাংলাদেশ উন্মুক্ত, এবং পূর্বের ভিসা জটিলতা দূর করে সহজ ও দ্রুত ব্যবস্থা চালু করা হয়েছে।
গণঅভ্যুত্থান সংক্রান্ত মানবিক বিপর্যয়ের প্রসঙ্গে হাইকমিশনার বলেন, গত জুলাই-আগস্টে সংঘটিত ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
রোহিঙ্গা সংকট নিয়ে তিনি জানান, বাংলাদেশে অবস্থানরত প্রায় ১২ লাখ রোহিঙ্গার মানবিক সহায়তা ও নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে বাংলাদেশ আন্তর্জাতিক সহযোগিতা প্রত্যাশা করছে।
সভায় আরও আলোচনায় আসে যুক্তরাজ্যে কনস্যুলার সেবা লন্ডনের বাইরেও সম্প্রসারণের বিষয়টি। সংসদ সদস্যরা হাইকমিশনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার আগ্রহ প্রকাশ করেন। জবাবে হাইকমিশনার আশ্বস্ত করেন, বাংলাদেশ সরকার সকল দেশের সঙ্গে সম্মান ও সমতার ভিত্তিতে সম্পর্ক রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ।
সভায় উপস্থিত ছিলেন আপসানা বেগম এমপি, লর্ড হুসেইন, ব্যারোনেস উদ্দিন, ইমরান হুসেইন এমপি, তাহির আলী এমপি, ডন বাটলার এমপি, বব ব্ল্যাকমেন এমপি, মার্গারেট মুলান, লর্ড সাহোতা, পল ওয়াহ ও আমান্ডা মার্টিন।