যে আসন থেকে নির্বাচন করতে চান ইনকিলাব মঞ্চের হাদী
- ২২ জুন ২০২৫, ১৭:০৮
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে এক পোস্টে তিনি এসব কথা জানান। তিনি লেখেন, ‘ঢাকা-৮ (শাহবাগ), স্বতন্ত্র প্রার্থী, ইনশাআল্লাহ...’।
প্রসঙ্গত, ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে পরিচিত শরীফ ওসমান গত জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর থেকে ধারাবাহিকভাবে নানা সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে তরুণ সমাজে উল্লেখযোগ্য আলোচনার জন্ম দেন।