৯ মাস পর কবর থেকে তোলা হলো আন্দোলনে নিহত আজিজের মরদেহ

কবর থেকে তোলা হলো নিহত আব্দুল আজিজের মরদেহ
কবর থেকে তোলা হলো নিহত আব্দুল আজিজের মরদেহ © টিডিসি ফটো

শেরপুর জেলার নকলা উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল আজিজের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আজ বুধবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা এলাকায় পারিবারিক কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

জানা যায়, নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের মৃত মোজাম্মেলের মেজো ছেলে গার্মেন্টস কর্মী আব্দুল আজিজ (২৮) গত ৫ আগস্ট ঢাকায় ১ দফা আন্দোলনের সময় পুলিশের ছোড়া রাবার বুলেট এসে লাগে চোখ মুখসহ সারা গায়ে। এরপর সহকর্মী নাজিমের সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২ দিন চিকিৎসার পর ৭ আগস্ট আজিজের মৃত্যু হয়। 

পরে নকলার পারিবারিক গোরস্থানে তাকে সমাহিত করা হয়। এরপর তার মা বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তের জন্য শহীদ আব্দুল আজিজের মরদেহ উত্তোলন করে মর্গে প্রেরণ করা হয়েছে।

মরদেহ উত্তোলনের সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার, উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা: মো. মাহমুদুল হাসান, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, উত্তর পূর্ব থানার পুলিশ পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা আরিফুল কায়ছার, নিহত আজিজের পরিবারের লোকজনসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।