ক্ষণিকা বাসে হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ মিছিল 

প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রতিবাদে বিক্ষোভ মিছিল © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্ষণিকা বাস ও শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভিসি চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। পরবর্তীতে বিক্ষোভ সমাবেশ পালন করেন তারা। 

বিক্ষোভ সমাবেশে ইশিতা জাহান নেহা ‌বলেন, আমরা কিছুদিন ধরে দেখছি কিছু লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে এক ধরনের বিদ্বেষপূর্ণ মনোভাব পোষণ করছে। যার‌ ফল আজকেই এ হামলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখন পর্যন্ত কোন পদক্ষেপ নেয় নি। আমরা এ ঘটনার দ্রুত বিচার চাই।

হাসিব আল ইসলাম বলেন, আমরা অত্যন্ত দুঃখের সাথে এখানে উপস্থিত হয়েছে। আমরা দেখেছি আজকে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে একদল কিশোর গ্যাং ঢুকে সারা বাংলাদেশ শিক্ষার্থীদের মধ্যে যে ঐক্য গড়ে উঠেছিল তা নষ্ট করতে পাঁয়তারা চালায়। তার‌ই প্রেক্ষিতে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষণিকা বাসে তারা নির্মম ও সন্ত্রাসী হামলা চালিয়েছে। আমরা দেখছি জুলাই অভ্যুত্থানের পর একটি কুচক্রী মহল শিক্ষার্থীদের মধ্যে যে ঐক্য রয়েছে তা ভেঙে দিতে চাচ্ছে।

তিনি আরো বলেন, আজকে ক্ষণিকা বাসে যে ঘটনা ঘটেছে সেটি অনাকাঙ্ক্ষিত নয়। এটি পূর্ব পরিকল্পিত। অনতিবিলম্বে তদন্তের সাপেক্ষে আইনেই আওতায় আনতে হবে। অভ্যুত্থানের ৮ মাস হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনো সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারে না। এ ঘটনার দায় সরকার এড়াতে পারে না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের আটক করতে হবে অন্যথায় আমরা আরো বড় আন্দোলন গড়ে তুলবো।