নিষেধাজ্ঞা নিয়ে আবেগঘন পোস্ট তাওহীদ হৃদয়ের

তাওহীদ হৃদয়
তাওহীদ হৃদয় © ফাইল ফটো

কিছুদিন ধরে বাংলাদেশে ক্রিকেটে এক আলোচিত ব্যক্তিত্ব তাওহীদ হৃদয়। নিষেধাজ্ঞার কারণে আবাহনী-মোহামেডানের অলিখিত ফাইনালে তাওহীদ হৃদয় ছিলেন দর্শক। তার দল মোহামেডানকে অনায়াসে ৬ উইকেটে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শিরোপা নিশ্চিত করল আবাহনী। তামিম ইকবালের হার্ট অ্যাটাকের পর হৃদয় নেতৃত্ব দিচ্ছিলেন মোহামেডানের। কিন্তু আচরণবিধি ভঙ্গ করে শাস্তি ভোগ করছেন তিনি। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্ট করেছেন তাওহীদ হৃদয়। সেখানে তিনি জানিয়েছেন তার মতামত। পাশাপাশি জানিয়েছেন নিজের উপলব্দির কথা। হৃদয়ের মতে, মাঠের বাইরেও এক ‘অলিখিত যুদ্ধ’ করেছ মোহামেডান। ফেসবুক পোস্টে এ তরুণ ব্যাটার লিখেছেন, ‘এবারের প্রিমিয়ার লিগে ২২ গজের বাইরেও এক প্রকার অলিখিত যুদ্ধ করে গেল মোহামেডানে স্পোর্টিং ক্লাব। আর কোনো দলকে এতটা মানসিক যুদ্ধ করতে হয়নি, যতটা মোহামেডান করেছে।’

পোস্টে কোনো একটি ব্যাপারকে আড়ালে রেখেই যেন হৃদয় লেখেন, ‘প্রতিটি গল্পের দুটি দিক থাকে। হয়তো একপক্ষের চাপে অপরপক্ষ আমাদের কখনো জানার সুযোগ হয় না। তাই ঢালাওভাবে সবটা না জেনেই আমরা কিছু করে বসি বা বলে ফেলি। একদম শুরু থেকে যদি সবটাই বলতে পারতাম তবে কাহিনি হতো ভিন্ন, যেটা বলতে পারছি না, কেন পারছি না, তা-না হয় পরেই বলব!’

হৃদয়ের দাবি, বড়-ছোট সবারই ভুল হয়। কেউ যেন অপমান বা ছোট না হয়, এ জন্য অনেক কিছু ঘাড়ে নিতে হয়। পোস্টে আরও লেখেন, ‘নিজেদের ভেতর অনেক কিছুই হয়, বড়-ছোট সবাই ভুল করে, পরিবারের অপর মানুষটা যেন ছোট বা অপমানিত না হয়, সে জন্য নিজেকেও অনেক কিছু নিজের ঘাড়ে নিতে হয়, আবার সহ্য করতে হয়—হোক সেটা অপমান কিংবা ভালোবাসা। এগুলো মিলেই জীবন। আপাতত এটাই বুঝিয়েছি নিজেকে।’

মোহামেডানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হৃদয় লেখেন, ‘মোহামেডানের কর্তৃপক্ষ প্রত্যেক ম‍্যাচে আমাকে উপস্থিত রাখার জন্য যে চেষ্টা করেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। আমার সতীর্থ প্লেয়ার, শ্রদ্ধেয় কোচ, সংশ্লিষ্ট সকলের প্রতি ভালোবাসা। সঙ্গে জুড়িয়ে দিয়েছেন একটা ভালোবাসার ‘লাভ’ ইমোজি।