বিএনপির কমিটিতে আ.লীগের অনুপ্রবেশ, বাতিলের দাবিতে বিক্ষোভ
- ২৪ জুন ২০২৫, ১২:২৫
সাতক্ষীরায় বিএনপির সার্চ কমিটিতে আওয়ামী লীগের সহযোগীদের অন্তর্ভুক্তির অভিযোগ তুলে কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৫টায় শহরের সংগীতা মোড় শ্যামনগর-সাতক্ষীরা প্রধান সড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সাতক্ষীরা পৌরসভা ও সদর উপজেলার অন্তর্গত ১৪টি ইউনিয়নের বিএনপি নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, গঠিত সার্চ কমিটিতে এমন অনেককে অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা ৫ আগস্টের পূর্ববর্তী বিএনপির আন্দোলন-সংগ্রামে কোথাও ছিল না। বরং তাদের অনেকেই পতিত সরকারি দল আওয়ামী লীগের ঘনিষ্ঠ বা সরাসরি সহযোগী হিসেবে পরিচিত। এই ধরনের কমিটি বিএনপির আদর্শ ও লক্ষ্যকে প্রশ্নবিদ্ধ করে।
বক্তব্য রাখেন পৌর বিএনপির নেতা আব্দুল্লাহ্ আল মামুন অপু, জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক হাসানুল কবির স্বপন, এবং পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শের আলী। তারা বলেন, আমরা এই প্রহসনের সার্চ কমিটি মানি না, চাই অবিলম্বে এই কমিটি বাতিল করা হোক। প্রকৃত ত্যাগী ও আন্দোলনকারীদের নিয়েই সার্চ কমিটি গঠনের দাবি জানাই।
বিক্ষোভে বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মীরা অংশগ্রহণ করেন। তারা শান্তিপূর্ণভাবে তাদের প্রতিবাদ এবং সংগঠনের ভাবমূর্তি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।