ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষণিকা বাসে হামলা, আহত ৫

হামলার দৃশ্য
হামলার দৃশ্য © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টঙ্গী-গাজীপুর রুটের পরিবহন ক্ষণিকা বাসে হামলার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরের দিকে গাজীপুর যাওয়ার পথে উত্তরার আজমপুরে এ ঘটনা ঘটে। এতে অন্তত ৫-৬ জন শিক্ষার্থী আহত হয়েছে। পরবর্তীতে আহতদের ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করানো হয়। 

প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান, দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে। ক্ষণিকা বাসটি গাজীপুরের উদ্দেশে যাত্রা করছিল। উত্তরা বিএনএস এলাকায় পৌঁছালে দেখা যায়, বিআরটিসি ট্রাক এক স্কুলছাত্রকে চাপা দেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করেছে। আমাদের বাস সামনে যাওয়া মাত্রই ওরা একদল হঠাৎ করে লুকিং গ্লাস ভেঙে ফেলে, তারপর ড্রাইভারকে টেনে নামিয়ে মারতে শুরু করে।

আরো পড়ুন: ঢাকা পলিটেকনিকের বিভিন্ন ভবনে শিক্ষার্থীদের তালা

তিনি আরও বলেন, আমরা পরিস্থিতি ঠান্ডা করতে এগোই, কিন্তু উলটো ওরা আমাদের ধাওয়া করে। বাসের পেছনের গেট পর্যন্ত এসে সিনিয়র ভাইদের মারধর শুরু করে। বাধা দিতে গেলে ওরা লাঠি, ইট, কাঠ—যা পেয়েছে তাই দিয়ে বাসের দিকে মারতে থাকে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, হামলা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে করা হয়নি। তারা সব বাসেই হামলা করছিল। এ সময়েই বিশ্ববিদ্যালয়ের বাসটি তাদের সামনে পড়ে। আমাদের ৪-৫জন শিক্ষার্থী আহত হয়েছে। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।  এক জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় শিক্ষার্থীরা একটি জিডি করতে থানায় যাচ্ছে বলে জানতে পেরেছি।