এবার সীমিত আকারে প্রবাসী ভোটগ্রহণ শুরু হবে: সিইসি
- ২৪ জুন ২০২৫, ১২:৩৩
প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে এবার সীমিত আকারে প্রবাসী ভোটগ্রহণ শুরু করা হবে বলেন জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ‘বিশ্বের অনেক দেশ ইতোমধ্যে প্রবাসী ভোটিং ব্যবস্থা চালু করেছে, আবার কিছু দেশ এখনও পারেনি। বাংলাদেশেও আমরা এটি এবার সীমিত পরিসরে শুরু করতে যাচ্ছি। এজন্য সব পক্ষের সহযোগিতা একান্ত প্রয়োজন।’
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে ‘প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটিং সিস্টেম উন্নয়ন’ শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন সিইসি। তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সমর্থন ছাড়া নির্বাচন কমিশনের যেকোনো উদ্যোগ কার্যকর করা সম্ভব নয়।’
সেমিনারে প্রবাসী ভোট গ্রহণের সম্ভাব্য পদ্ধতি নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। প্রবন্ধে তিনি অনলাইন ভোটিং, প্রক্সি ভোট এবং পোস্টাল ব্যালট—এই তিনটি পদ্ধতির বিশ্লেষণ তুলে ধরেন।
আরো পড়ুন: বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চাইলেই ছাঁটাই করা যাবে না শিক্ষক-কর্মকর্তাদের
প্রবাসী ভোটিং পদ্ধতি উন্নয়নে সহযোগিতার জন্য মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি), ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েটের প্রযুক্তিবিদদের নিয়ে তিনটি পৃথক কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট কমিটিগুলো ইতোমধ্যে তাদের সুপারিশসহ প্রতিবেদন নির্বাচন কমিশনে জমা দিয়েছে।
সেমিনারে রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজের নেতৃস্থানীয় সদস্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। তারা প্রবাসী ভোটিং ব্যবস্থার সম্ভাব্য চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে মতামত প্রদান করেন।