লিটন-এনামুলের রেকর্ড এখন জাওয়াদ–তামিমের, সমতা আনল যুবারা
- ২৪ জুন ২০২৫, ১২:৩৫
পেসার আল ফাহাদের দুর্দান্ত বোলিংয়ের পর জাওয়াদ আবরারের সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৬ ম্যাচের ওয়ানডে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
সোমবার (২৮ এপ্রিল) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে লঙ্কান যুবাদের ৯ উইকেটে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই ম্যাচে ৪৪ রানে ৬ উইকেট নেন ফাহাদ। ব্যাটিংয়ে ১৩০ রানের অনবদ্য ইনিংস খেলেন আবরার। এর আগে, সিরিজের প্রথম ম্যাচ ৯৮ রানে হেরেছিল বাংলাদেশ।
কলম্বোর ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। ৪ উইকেটে ১৮৩ রান তুলে ভালো অবস্থায় ছিল তারা। কিন্তু এরপর ফাহাদের বোলিং তোপে ৪৮ দশমিক ৫ ওভারে ২১১ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ২৮ রানে শেষ ৬ উইকেট হারায় লঙ্কান যুবারা। এর মধ্যে ৫ উইকেটই নেন ফাহাদ। শ্রীলঙ্কার হয়ে চামিকা হেনাতিগালা ৫১ ও দিনুরা দামসিথ ৪৭ রান করেন।
২১২ রান তাড়া করতে নেমে পঞ্চম ওভারে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৫ রান করে ফেরেন কালাম সিদ্দিকি। দ্বিতীয় উইকেটে শ্রীলঙ্কার বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলে ১৮০ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৯৩ বল বাকি থাকতে বাংলাদেশকে জয়ের বন্দরে নেন আবরার ও অধিনায়ক আজিজুল হাকিম।
যুব ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় উইকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের জুটির রেকর্ড গড়েন আবরার ও আজিজুল। এতে ভেঙে যায় এনামুল হক ও লিটন দাসের ১৭৯ রানের জুটি। ১৪ চার ও ৬ ছক্কায় ১০৬ বলে ১৩০ রানে অপরাজিত থাকেন আবরার। ৫ চার ও ৩ ছয়ে ৮৯ বলে ৬৯ রানের ইনিংস খেলেন আজিজুল।
আগামী ১ মে সিরিজের তৃতীয় ওয়ানডে খেলতে নামবে দল দুটি।