কুবি ‘বি’ ইউনিটে পাসের হার ৪৯.৭১

কুবি লোগো
কুবি লোগো © ফাইল ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল তৈরি করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকাল থেকে পরীক্ষার্থীরা নিজ নিজ প্রোফাইলে লগইন করে ফলাফল দেখতে পারবে। 

দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন (অতিরিক্ত)। তিনি জানান, ‘বি’ ইউনিটের রেজাল্ট তৈরি হয়ে গেছে। এতে মোট পরীক্ষার্থী ছিলেন ২৩ হাজার ৭৯৩ জন, তারমধ্যে উপস্থিত ছিল ১৬ হাজার ৭৫৮ জন এবং উত্তীর্ণ হয়েছে ৮ হাজার ৩৩২ জন (কলা ও মানবিক ৬৮৫৬ জন, বিজ্ঞান ১০৫২ জন, বিজনেস স্টাডজ ৪২৪ জন)। সর্বোচ্চ নাম্বার কলা ও মানবিক ৮৬.২৫, বিজ্ঞান ৭০.২৫ এবং বিজনেস স্টাডিজ ৭২.৫০, পাসের হার ৪৯.৭১ শতাংশ।

প্রসঙ্গত, শুক্রবার (২৫ এপ্রিল) ২১ টি কেন্দ্রে কুবি  ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ৪৪০টি আসনের বিপরীতে পাস করেছেন ৮ হাজার ৩৩২ জন।