আবারও শাস্তি পেলেন তাওহীদ হৃদয়

তাওহীদ হৃদয়
তাওহীদ হৃদয় © সংগৃহীত

নানান নাটকীয়তার পর ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডানের জার্সিতে খেলতে নেমেছিলেন অধিনায়ক তাওহীদ হৃদয়। কিন্ত মাঠে নেমেই ফের শাস্তি পেলেন ডানহাতি এই ব্যাটার।

আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্টি প্রকাশ করায় ১০ হাজার টাকা জরিমানার পাশাপাশি তার নামের পাশে ১ ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। এতে ৮ ডিমেরিট থাকাতে ৪ ম্যাচ নিষিদ্ধ হচ্ছেন তিনি। তাই ডিপিএলের শিরোপা নির্ধারণী ম্যাচ আবাহনীর বিপক্ষে খেলতে পারবেন না।

অসাদাচরণের কারণে এর আগেও শাস্তি হয়েছিল হৃদয়ের। পরে টুর্নামেন্টের বাইলজ পরিবর্তন করে নাটকীয়ভাবে এই ব্যাটারের শাস্তি কমানো হয়। এ নিয়ে জলও অনেক দূর গড়ায়। এই শাস্তি বাতিলের কারণে অসন্তুষ্টি প্রকাশ করে পদত্যাগ করতে চেয়েছিলেন দেশসেরা আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

এ নিয়ে বিসিবি সভাপতির সঙ্গে একদফা বৈঠকও হয় ক্রিকেটারদের। সেখান থেকেই হৃদয়ের শাস্তি বহালের সিদ্ধান্ত আসে। তবে ডিপিএলের আগামী মৌসুমে, এই শাস্তি কার্যকর হবে।

এমন পরিস্থিতিতে ফের একবার আম্পায়ারের সঙ্গে জাতীয় দলের এই ব্যাটারের বিপক্ষে অসাদাচরণের অভিযোগ উঠেছে। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে আম্পায়ারের দেওয়া আউটের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

লেগ স্পিনার ওয়াসি আহমেদের স্টাম্পের বাইরের পিচড-আপ বলে ড্রাইভ করতে গিয়ে হৃদয়ের ব্যাটের কানায় লেগে কিপারের গ্লাভসে লেগে অন্য ফিল্ডারের হাতে চলে যায় বল। গাজী গ্রুপের ফিল্ডারদের আবেদনের প্রেক্ষিতে আউট দেন আম্পায়ার। এরপরই আম্পায়ারকে অসন্তোষ প্রকাশ করেন হৃদয়।

এ ঘটনায় হৃদয়কে ১০ হাজার টাকা জরিমানা এবং একটি ডিমেরিট পয়েন্ট দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে আবাহনীর বিপক্ষে ডিপিএলের অলিখিত ফাইনালে মোহামেডান অধিনায়কের খেলা হচ্ছে না।

বিসিবির আম্পায়ার্স কমিটির ইফতেখার রহমান মিঠু হৃদয়ের শাস্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় ডিমেরিট পয়েন্ট পাচ্ছেন হৃদয়। সবমিলিয়ে আসরে ৮ ডিমেরিট পয়েন্ট তাওহীদ হৃদয়ের। ৪ ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে হচ্ছে তাকে। এছাড়া ম্যাচ শেষে ডিমেরিট পয়েন্ট নিয়ে শুনানিতে অংশ না নেওয়ায় এই ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করা হচ্ছে।