৬২ পুলিশ সদস্য পাচ্ছেন বিপিএম-পিপিএম পদক
- ২৪ জুন ২০২৫, ১২:৫৮
এ বছর বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) পাচ্ছেন ৬২ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য। তারা সেবা, সাহসিকতা এবং বীরত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য এই পদক অর্জন করবেন। গত কয়েক বছরের তুলনায় এবার পদকপ্রাপ্তদের সংখ্যা কমানো হয়েছে, শুধুমাত্র যারা বিশেষ সাহসিকতার সঙ্গে কাজ করেছেন তাদেরই পদক দেওয়া হচ্ছে।
পুলিশ সদরদপ্তর ইতোমধ্যেই পুরস্কারপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠিয়েছে এবং চলতি সপ্তাহের মধ্যেই গেজেট আকারে প্রকাশ করা হবে।
আগামী ২৯ এপ্রিল রাজারবাগ পুলিশ লাইন্স অডিটরিয়ামে পুলিশ সপ্তাহ অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিন দিনব্যাপী এই পুলিশ সপ্তাহের সময় বিশেষ দরবার আয়োজনের পর পুলিশ কর্মকর্তা ও সদস্যদের পদক তুলে দেবেন তিনি।