মেলার আড়ালে জুয়া ও অশ্লীল নৃত্য, প্যান্ডেলে আগুন দিল জনতা

প্যান্ডেল গুঁড়িয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা
প্যান্ডেল গুঁড়িয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা © টিডিসি ফটো

গাইবান্ধার সুন্দরগঞ্জে মেলার নামে জমজমাট জুয়ার আসর ও অশ্লীল নৃত্যের আয়োজনের অভিযোগে প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে তা আগুনে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। তবে আগেই টের পেয়ে জুয়াড়ি ও আয়োজকরা অন্ধকারে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি এবং হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (২৫ এপ্রিল) রাত ১১টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের কে কৈ কাশদহ গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কে কৈ কাশদহ গ্রামের একটি বিলের ফাঁকা জায়গায় বৈশাখ উপলক্ষে এক দিনের জন্য মেলার আয়োজন করা হয়। শুক্রবার দিনের বেলায় মেলায় কিছু দোকানপাটের সঙ্গে একটি প্যান্ডেলে জাদু (ম্যাজিক) দেখানো হয়। কিন্তু সন্ধ্যার পর আরেকটি ঝলমলে প্যান্ডেলজুড়ে চলে নাচগানের সঙ্গে অশ্লীল নৃত্য। পাশাপাশি সেখানে বসানো হয় ফর-ডাবু দিয়ে জমজমাট জুয়ার আসর।

এলাকাবাসীর অভিযোগ, বৈশাখ উপলক্ষে এক দিনের জন্য মেলার আয়োজন করা হয়। দিনে একটি প্যান্ডেলে ম্যাজিক শো হলেও রাতে সেখানে চলে অশ্লীল নৃত্য। সেই সঙ্গে বসে জুয়ার আসর। স্থানীয়রা বাধা দিলেও আয়োজকরা তা উপেক্ষা করে আসর বসালে, বিক্ষুব্ধ জনতা সেখানে গিয়ে প্যান্ডেল ভাঙচুর করে। পরে সেখানে অগ্নিসংযোগ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাকিম আজাদ জানান, মেলার আয়োজনের বিষয়টি কেউ তাদের জানায়নি। রাতে স্থানীয় লোকজন একত্র হয়ে মেলায় থাকা প্যান্ডেল ভাঙচুর করে তাতে আগুন দিয়েছে। পরে খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়।