স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে: জামায়াত নেতা বুলবুল

মো. নুরুল ইসলাম বুলবুল
মো. নুরুল ইসলাম বুলবুল © সংগৃহীত

জাতীয় নির্বাচনের আগে জনদুর্ভোগ লাঘবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নুরুল ইসলাম বুলবুল।

শুক্রবার (২৫ এপ্রিল) খিলগাঁও পশ্চিম থানা জামায়াত আয়োজিত গণসংযোগ পক্ষের দাওয়াতি অভিযানে অংশ নিয়ে এক পথসভায় তিনি এই মন্তব্য করেন।

নুরুল ইসলাম বুলবুল বলেন, “গণহত্যার বিচার ও কাঠামোগত সংস্কার ছাড়া নির্বাচন শুধু ক্ষমতার হাতবদল হয়ে থাকবে। তাই আগামী জুনের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করে প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সূচি অনুযায়ী জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।”

তিনি আরও বলেন, “দেশের জনগণ এখনো প্রকৃত স্বাধীনতার জন্য লড়াই করছে। বিগত সময়ে রাষ্ট্রীয় নিপীড়নের মাধ্যমে মানুষকে পরাধীনতার শিকলে আবদ্ধ করা হয়েছিল। ৫ আগস্ট দ্বিতীয়বারের মতো সেই শিকল ভেঙে জনগণ স্বাধীনতা অর্জন করেছে। সেই দ্বিতীয় স্বাধীনতার চেতনায় একটি জনগণের বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী অঙ্গীকারবদ্ধ।”

জামায়াতের দাওয়াতি প্রচারাভিযান সম্পর্কে তিনি বলেন, “ইসলামের সৌন্দর্য, শিক্ষা ও ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থার বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। ইসলামী সমাজে সব ধর্মের মানুষ নিরাপদ ও স্বাধীন থাকবে—এটাই আমাদের বার্তা।”

তিনি জানান, জামায়াত একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে, যেখানে নাগরিকদের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। ধর্ম, বর্ণ কিংবা জাতিগত পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলেই সমান মর্যাদার অধিকার পাবে।

সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য, খিলগাঁও জোনের পরিচালক মাওলানা ফরিদুল ইসলাম। সভার সভাপতিত্ব করেন খিলগাঁও জোনের সহকারী পরিচালক ও খিলগাঁও পশ্চিম থানা আমির এস এম মাহমুদ হাসান।

গণসংযোগ অভিযানে খিলগাঁও পশ্চিম থানার ২১টি উন্মুক্ত বুথে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল উৎসাহব্যঞ্জক। অনেকে জামায়াতে ইসলামীতে সহযোগী সদস্য হিসেবে যুক্ত হন। সভা পরিচালনা করেন মহানগরীর মজলিসে শূরা সদস্য ও থানার সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিম। এসময় জোনের সব থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।