জনতা ব্যাংকের অফিসার পদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

৩৫১টি শূন্য পদে নিয়োগের মৌখিক পরীক্ষা আগামী ২ মে থেকে শুরু হচ্ছে
৩৫১টি শূন্য পদে নিয়োগের মৌখিক পরীক্ষা আগামী ২ মে থেকে শুরু হচ্ছে © সংগৃহীত

জনতা ব্যাংক পিএলসির অফিসারের (রুরাল ক্রেডিট)/(আরসি) ৩৫১টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি। বাংলাদেশ ব্যাংকের চাকরিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১ হাজার ৮৪ প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ২ মে তারিখে শুরু হয়ে চলবে ২০ জুন পর্যন্ত। বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় (প্রধান ভবনের ৪র্থ তলা), মতিঝিল, ঢাকায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদর দরকারি সব কাগজপত্রের মূল কপি দেখাতে হবে এবং এক সেট সত্যায়িত ফটোকপি ক্রমানুসারে সাজিয়ে মৌখিক পরীক্ষার বোর্ডের সহযোগী সদস্যদের কাছে জমা দিতে হবে।

চাকরিরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্রের কপি দেখাতে হবে। মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত সময়ে প্রার্থীদের অবশ্যই রিপোর্ট করতে হবে। বিলম্বে রিপোর্ট করার কোনো কারণ কর্তৃপক্ষের কাছে গ্রহণযোগ্য হবে না।

মৌখিক পরীক্ষার সময়সূচি বিষয়ক বিজ্ঞপ্তি দেখুন এখানে ক্লিক করে।