সীমান্তে বিএসএফের গুলিতে আহত ১ 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে বিএসএসফের গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে বিএসএসফের গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন। © টিডিসি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে বিএসএসফের গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন। শুক্রবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নস্থ কর্নেল বাজার ইটনা সীমান্তে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তি হলেন- ইটনা গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে মো. আসাদুল ইসলাম (২৮)। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

স্থানীয় ও বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান জানায়, বেলা সাড়ে ১১টার দিকে নদী পার হওয়ার সময় জয়নগর ক্যাম্পের বিএসএফ টহলদল কর্তৃক বাংলাদেশি মো. আসাদুল ইসলাম (২৮) কে লক্ষ্য করে ৩ রাউন্ডগুলি ছোড়া হয়। এতে সে মারাত্মক আহত হলে স্থানীয়রা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায়। 

টনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে বলে জানা গেছে।