‘সরকারে যারা আছেন—তাদের কেউ টানেন মক্কার দিকে, কেউ মস্কোর দিকে’

প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান
প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান © সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘সরকারের যারা আছেন সকলের দৃষ্টি ভঙ্গি সমান না। কেউ কেউ টানেন মক্কার দিকে কেউ কেউ টানেন মস্কোর দিকে। দুটানা অবস্থা যাদের তাদের আবার বড় ক্ষতি হয়ে যায়।’ 

শুক্রবার (২৫ এপ্রিল) ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের প্রেক্ষিতে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘ঐক্যের শক্তিতেই বিজয় আসবে, এই বিজয়ের মাধ্যমে কোনো ব্যক্তি বা দলকে ক্ষমতায় বসানোর উদ্দেশ্য আমাদের নয়। সমস্ত মানুষের ভোট ও জনগণের প্রতিনিধিত্ব করে সংসদে নিশ্চিত করার জন্য পিআর সিস্টেমের ভোট নিশ্চিত করতে হবে।’

জামায়াতের আমির বলেন, ‘নারী অধিকার সংস্কারের নামে সম্প্রতি একটি রিপোর্ট জমা হয়েছে। সেই রিপোর্টের বেশ কিছু জায়গায় কুরআন ও সুন্নাহর সম্পূর্ণ খেলাপ কিছু সুপারিশ জমা হয়েছে। কিন্তু যারা এই সুপারিশ পেশ করেছেন তারা এদেশের সাড়ে নয় কোটি মায়ের প্রতিনিধিত্ব করেন না। তারা যে জায়গায় সমাজকে নিতে চায় সেটা হতে দেয়া হবে না।’

জামায়াতে ইসলামীর আমির বলেন, ‘যারা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে গণহত্যা চালিয়েছে তাদের কাউকে আইনের বাইরে রাখবেন না। তাদের বিচার নিশ্চিত করুন।’

তিনি বলেন, ‘দ্রব্যমূল্য আবারও উত্তপ্ত হচ্ছে। সরকার যেন সেদিকে নজর দেয়। বর্তমানে দেশ যেভাবে চলছে অনেক সাংবাদিক আমাকে প্রশ্ন করে আপনারা কি সন্তুষ্ট?

তিনি আরও বলেন, ‘আমরা বলি ফিফটি ফিফটি (সন্তুষ্ট)। দেশের সরকারও হয়তবা চেষ্টা করছে। সরকারের যারা আছেন সকলের দৃষ্টি ভঙ্গি সমান না। কেউ কেউ টানে মক্কার দিকে কেউ কেউ টানে মস্কোর দিকে। দুটানা অবস্থা যাদের তাদের আবার বড় ক্ষতি হয়ে যায়।’