পরীক্ষাকেন্দ্রের সামনে ফটোকপি দোকান খোলা রাখায় আটক ১
- ২৪ জুন ২০২৫, ১৫:৩৬
নেত্রকোনার বারহাট্টায় চলমান এসএসসি পরীক্ষার সময় পরীক্ষাকেন্দ্রের সামনে ১৪৪ ধারা ভঙ্গ করে ফটোকপি দোকান খোলা রাখার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে এক ব্যক্তিকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। সোমবার গণিত বিষয়ের পরীক্ষা চলাকালীন বারহাট্টা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যু কেন্দ্রের সামনে নিজ দোকানে ফটোকপি করার সময় আবু রায়হান নামে ওই দোকানিকে আটক করা হয়। তিনি মহাজনপাড়া গ্রামের শান্তু মিয়ার ছেলে এবং মধ্যবাজার এলাকায় ফটোকপির ব্যবসা করেন।
মোবাইল কোর্ট পরিচালনা করেন বারহাট্টা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খবিরুল আহসান। এ সময় তার সঙ্গে বারহাট্টা থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসান জানান, সারাদেশের মতো বারহাট্টায়ও এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে চলছে। নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্র নিয়মিত পরিদর্শন করা হচ্ছে। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সরকারের জারি করা আইন ও বিধি কঠোরভাবে মেনে চলার জন্য সকলের সহযোগিতা চাওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ১৪৪ ধারা ভঙ্গের ঘটনায় যথাযথ বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। সোমবার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যু কেন্দ্রের সামনে দোকান খোলা রাখায় এবং ফটোকপি করার অভিযোগে আবু রায়হানের দোকান সিলগালা করা হয়। পরে মুচলেকা নেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।
এই ঘটনায় পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের তৎপরতা আরও জোরদার করা হয়েছে।