যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি ১১ বছর পর গ্রেপ্তার
- ২৪ জুন ২০২৫, ১৫:৪৭
দীর্ঘ ১১ বছর পলাতক থেকে শেষ রক্ষা হলো মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. আরিফুল ইসলাম ওরফে রাসেলের। র্যাব-৬ সিপিসি-১ সাতক্ষীরা ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার পাইকগাছা থানার বোয়ালিয়া মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
আজ সোমবার (২১ এপ্রিল) সকালে র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের মিডিয়া সেলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে (২০ এপ্রিল) দুপুর ২টা ৫ মিনিটে শুরু হওয়া এ অভিযান চলে প্রায় দুই ঘণ্টাব্যাপী। শেষ পর্যন্ত বিকেল সাড়ে তিনটার দিকে রাসেলকে গ্রেপ্তার করতে সক্ষম হন র্যাব সদস্যরা।
র্যাব সূত্রে জানা গেছে, ২০১৩ সালে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০-এর ১৯(১)-এর ৩(ক) ধারায় রাসেলের বিরুদ্ধে মামলা হয়। আফিম পরিবহনের সময় হাতেনাতে গ্রেপ্তার হওয়ার পর তদন্ত ও বিচার শেষে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। এর পর থেকেই তিনি পলাতক ছিলেন। এ ছাড়া রাসেল রাজধানীর ডিএমপির উত্তরা পশ্চিম থানায় করা আরও একটি মাদক মামলার এজাহারভুক্ত আসামি।
আরও পড়ুন: চানখাঁরপুলে শিক্ষার্থী আনাস হত্যা: ৮ জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল
গ্রেপ্তারের পর তাকে যথাযথ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সাতক্ষীরার আশাশুনি থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব।
র্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে ও অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।