এনসিপির জেলা আহ্বায়কের ও সদস্য সচিবের ন্যূনতম বয়স হবে ৪০ ও ৩৫

শুক্রবার এনসিপির তৃতীয় সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে
শুক্রবার এনসিপির তৃতীয় সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে © ফেসবুক থেকে সংগৃহীত

রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দলটির তৃতীয় সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে দলটির ভবিষ্যৎ কর্মসূচি ও অঞ্চলভিত্তিক সাংগঠনিক নীতিমালা নির্ধারণ, সংস্কারের প্রস্তাব প্রণয়নসহ বিভিন্ন বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। সভা প্রসঙ্গ টেনে এক ফেসবুক স্ট্যাটাসে দলটির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মুহাম্মদ জানিয়েছেন, দলটির জেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের বয়স কত হবে, তা প্রকাশ করেছেন।

শনিবার (১৯ এপ্রিল) বিকালে আলাউদ্দিন মুহাম্মদ তার ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে এসব কথা জানান। এর আগে গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) এনসিপির সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

আলাউদ্দিন মুহাম্মদ লিখেছেন, ‘এনসিপির যে জেলা কমিটিগুলো হবে, সেগুলোতে যাতে সিনিয়র নেতৃবৃন্দকে সম্মানজনকভাবে যুক্ত করা যায় ও দলে সকল স্তরের মানুষের সমন্বয় ঘটানো যায় তাই আহ্বায়ক পদপ্রার্থীর বয়স ন্যূনতম ৪০ ও সদস্য সচিব পদে বয়স ন্যূনতম ৩৫ বছর করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’

এনসিপির কার্যক্রম আরও গতিশীল হবে জানিয়ে তিনি লিখেছেন, ‘আশা করি এ সিদ্ধান্তের ফলে এনসিপি সিনিয়রদের প্রজ্ঞাকে ধারণ করে এগিয়ে যেতে পারবে।’ 

উল্লেখ্য, এনসিপির সাধারণ সভায় আরও জানানো হয়েছে, নীতিমালায় সাংগঠনিক কাজের স্বার্থে ৬৪টি জেলাকে ১৯টি জোনে ভাগ করা হয়। এ ছাড়া কমিটি গঠনের ক্ষেত্রে জেলা পর্যায়ে সর্বনিম্ন ৩১ থেকে সর্বোচ্চ ৫১ সদস্যের এবং উপজেলা পর্যায়ে সর্বনিম্ন ২১ থেকে সর্বোচ্চ ৪১ সদস্যের কমিটি গঠিত হবে।