ফিলিস্তিনীদের প্রতি সংহতি জানিয়ে ‘সাইকেল র‌্যালি ফর গাজা’ অনুষ্ঠিত

‘সাইকেল র‌্যালি ফর গাজা’ অনুষ্ঠিত
‘সাইকেল র‌্যালি ফর গাজা’ অনুষ্ঠিত © সংগৃহীত

ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হামলা-নির্যাতনের প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিন আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ‘মর্নিং রাইডার্স’ এবং ‘ঢাকা ইউনিভার্সিটি সাইকেলিং ক্লাব’র আয়োজনে ‘সাইকেল র‌্যালি ফর গাজা’ অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার (১৯ এপ্রিল) সাইকেল র‍্যালিটি সকাল ৭টায় টিএসসি থেকে শুরু হয়ে হাতিরঝিল গিয়ে শেষ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে আসা নবীন-প্রবীণ সাইক্লিস্টরা এতে অংশ নেন।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের সভাপতি তাওহিদুর রহমান ও মর্নিং রাইডার্সের চীফ এক্সিকিউটিভ কো-অর্ডিনেটর রুহুল আমিন বক্তব্য রাখেন।

তাওহিদুর রহমান বলেন, ‘ফিলিস্তিনীরা তাদের মুসলিম পরিচয়ের জন্যে আজ নিপীড়িত নির্যাতিত। দ্রুতই তারা স্বাধীনতার স্বাদ পাবে এ বিশ্বাস করি। শুধু মুসলিম নয়, প্রতিটি নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের আন্দোলনের প্রতি সংহতি জানানো আমাদের দায়িত্ব ও কর্তব্য।

রুহুল আমিন তার বক্তব্যের শুরুতেই নির্যাতিত মুসলমান এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন। ফিলিস্তিনীদের মুক্তি কামনার পাশাপাশি তিনি ভারতীয় উগ্র হিন্দুত্ববাদের আগ্রাসন এবং সম্প্রতি ওয়াকফ আইনের প্রতি তীব্র নিন্দা প্রকাশ করেন। একই সাথে আওয়ামী লীগ নিষিদ্ধ করে সুষ্ঠু, সুন্দর বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা ব্যক্ত করেন। ভারতীয় উগ্র হিন্দুত্ববাদের বিপক্ষে বাংলাদেশের জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান এবং নির্যাতিত মানুষদের মুক্তি কামনা করে তিনি তার বক্তব্য শেষ করেন।

এসময় মর্নিং রাইডার্সের সমন্বয়ক রাতুল, পাভেল, ফুয়াদ, মাসুম এবং সাইক্লিং ক্লাবের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মেহেদী হাসানসহ উপস্থিত ছিলেন।