৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা না পেছালে কমিশনের পদত্যাগে আন্দোলন

৪৬তম বিসিএস

আগামী ৭২ ঘণ্টার মধ্যে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানো না হলে পাবলিক সার্ভিস কমিশনের পদত্যাগ দাবিতে আন্দোলন করবেন চাকরিপ্রার্থীরা। একই সাথে আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন পিএসসির সামনে অবস্থান করবেন তারা।

মঙ্গলবার (৮ এপ্রিল) পিএসসি কার্যালয়ের সামনে আন্দোলনকারীদের পক্ষে ডা. ইমতিয়াজ আহমেদ এ ঘোষণা দেন।

এর আগে মঙ্গলবার পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী দাবি আদায়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। এক পর্যায়ে তারা পুলিশের বাধা উপেক্ষা করে গেট ভেঙ্গে ভেতরে ঢুকে পড়েন। এদিন চাকরিপ্রার্থীরা প্রথমে পিএসসির গেটের বাইরে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। পরে দুপুর সোয়া একটার দিকে গেট ঠেলে ভেতরে ঢুকে পড়েন তারা।

পরে সেনাবাহিনীর মধ্যস্থতায় পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) কার্যালয় ছাড়েন ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নিতে যাওয়া চাকরিপ্রার্থীরা।