গাজার প্রতি সংহতি জানিয়ে বিইউপি শিক্ষার্থীদের বিক্ষোভ

উচ্চশিক্ষা
শিক্ষার্থীদের মানববন্ধন

গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন ও ফিলিস্তিনি নাগরিকদের ওপর নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থীরা মিরপুর ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেছেন। 

আজ সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টা থেকে শুরু হওয়া এই প্রতিবাদে কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী অংশ নিয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

বিক্ষোভে শিক্ষার্থীরা ‘ফ্রি ফ্রি পালেস্টাইন’; ‘ফিলিস্তিন মুক্ত করো’; ‘ইসরায়েলের দালালেরা হুশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দেন। 

এ সময় শিক্ষার্থীরা ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলের অব্যাহত হামলা ও মানবতাবিরোধী অপরাধের নিন্দা করেন এবং একই সঙ্গে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেন।