
ট্রাম্পের নতুন শুল্ক বোমা: বিশ্বজুড়ে প্রতিক্রিয়ার ঝড়!
- ০৩ এপ্রিল ২০২৫, ১৬:০২

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক বাণিজ্যে নতুন ঝড় তুলেছেন। ‘বাণিজ্য ঘাটতি’ মোকাবিলার নামে তিনি যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদারদের ওপর কঠোর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। গতকাল স্থানীয় সময় বিকেল ৪টায় ওয়াশিংটনের হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এই পরিকল্পনার ঘোষণা দেন। তিনি ২ এপ্রিলকে ‘যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস’ হিসেবে ঘোষণা করেন এবং নতুন শুল্ককে ‘অর্থনৈতিক মুক্তির পথে সাহসী পদক্ষেপ’ বলে অভিহিত করেন।
তবে মার্কিন প্রেসিডেন্টের এই ‘অর্থনৈতিক স্বাধীনতা’র সমালোচনা করেছেন প্রায় সব বৈশ্বিক নেতা। অনেকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণের হুমকিও দিয়েছেন।
ইউরোপীয় ইউনিয়ন
ট্রাম্পের নতুন নীতিতে ইউরোপীয় ইউনিয়নের ওপর ২০% রপ্তানি শুল্ক আরোপ করা হয়েছে। ইইউ প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘‘আমরা আলোচনার মাধ্যমে সমাধান চাই, তবে প্রয়োজন হলে পাল্টা ব্যবস্থা নিতে পিছপা হবো না।’’
চীন
ট্রাম্প প্রশাসন চীনের ওপর ২৪% শুল্ক আরোপ করেছে, যা নিয়ে বেইজিং কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘‘আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং জাতীয় স্বার্থ রক্ষায় কার্যকর ব্যবস্থা নেবো।’’
জাপান
২৪% শুল্কের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র জাপানও। দেশটির বাণিজ্যমন্ত্রী ইওজি মাতো এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, ‘‘ওয়াশিংটনের এই সিদ্ধান্ত অত্যন্ত দুঃখজনক।’’
দক্ষিণ কোরিয়া
২৫% শুল্কের কবলে পড়েছে আরেক এশীয় মিত্র দক্ষিণ কোরিয়া। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু ট্রাম্পের সমালোচনা না করলেও সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি সামাল দিতে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন।
কানাডা ও মেক্সিকো
কানাডার ওপর আগে থেকেই ২৫% শুল্ক ছিল, এবার তা আরও ১০% বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রী মার্ক কার্নি ‘জাতীয় স্বার্থ রক্ষায় পাল্টা ব্যবস্থা নেওয়ার’ হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাম জানিয়েছেন, তার সরকার ‘টিট ফর ট্যাট’ নীতিতে বিশ্বাসী নয়, তবে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের জবাব দিতে প্রস্তুত।
অস্ট্রেলিয়া ও ব্রাজিল
অস্ট্রেলিয়া ও ব্রাজিলের ওপর ১০% শুল্ক আরোপ করা হয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেছেন, ‘‘পাল্টা শুল্ক আরোপ করবো না, তবে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবো।’’ ব্রাজিল জানিয়েছে, তারা বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) সদস্যপদ পুনরুদ্ধারসহ কূটনৈতিক ও বাণিজ্যিক সব ধরনের বিকল্প মূল্যায়ন করছে।
ট্রাম্পের নতুন শুল্ক নীতি বিশ্বজুড়ে কূটনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা বাড়িয়ে দিয়েছে। মিত্র ও প্রতিদ্বন্দ্বী উভয় পক্ষই প্রতিক্রিয়া জানিয়েছে, কেউ হুঁশিয়ারি দিয়েছে, কেউ কৌশলী জবাবের অপেক্ষায়। বাণিজ্য যুদ্ধে বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ কোন পথে এগোবে, তা এখন সময়ই বলে দেবে।