
মার্কেটের টিনের চাল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
- ০৩ এপ্রিল ২০২৫, ১৩:৪১

খুলনায় একটি মার্কেটের টিনের চালের ওপর থেকে মোহাম্মদ মহতুল রহমান খান নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ৭টার দিকে ডুমুরিয়া বাজারের খান সুপার মার্কেটের টিনের চাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা।
তিনি জানান, নিহত মোহাম্মদ মহতুল রহমান খান ডুমুরিয়া উপজেলার গোলনা গ্রামের আব্দুর রহিম খানের ছেলে। মৃত্যুর কারণ পুলিশ তদন্ত করছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।