
পুরনো বাণিজ্যমেলার মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত, মুসল্লি চার গুণ
- ৩১ মার্চ ২০২৫, ০৯:৫৫

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রথমবারের মতো ঈদ জামাতের আয়োজন করেছে। সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে রাজধানীর শেরে বাংলা নগরের পুরনো বাণিজ্যমেলার মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
ঈদ জামাতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজসহ অনেকে অংশ নিয়েছেন।
রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা এই মাঠে ঈদের নামাজ আদায়ের জন্য এসেছেন। তবে যতটুকু প্যান্ডেল করা হয়েছে, তার চেয়ে তিন থেকে চার গুণ মুসল্লি হয়েছে।
জামাতের মূল ইমামতি করছেন কারি গোলাম মোস্তফা। জামাতের বিকল্প ইমাম হিসেবে ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুফতি জুবাইর আহমদ আল-আযহারী।
নামাজ শুরুর আগে ডিএনসিসি জানায়, প্রথমবারের মতো আয়োজন হওয়ায় দ্বিধা ছিল কত মানুষ উপস্থিত হয়। কিন্তু মনে হচ্ছে প্রত্যাশার চেয়ে কয়েক গুণ বেশি মানুষ হয়েছে। এখনো আসছে মানুষ।
নামাজ শেষে মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও মুসলিম উম্মাহের কল্যাণ কামনা করা হয়। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্যও প্রার্থনা করা হয়।