
জেলা ও উপজেলার শহরে শহরে ঈদ আনন্দ মিছিল ও র্যালি
- ৩০ মার্চ ২০২৫, ১৯:১৪

আজ রবিবার (৩০ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল সোমবার (৩১ মার্চ) সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন দেশবাসী।
এবার ঈদুল ফিতর পালন উপলক্ষে দেশের বিভিন্ন জেলা ও উপজেলার শহরে শহরে ঈদ আনন্দ মিছিল ও র্যালির ঘোষণা দেওয়া হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী, চাঁদ দেখার পর আজ রাতে এবং আগামীকাল ঈদের দিন এই আনন্দ মিছিল ও র্যালি পালন করা হবে।
এদিকে, ঢাকার আগারগাঁওয়ের বাণিজ্য মেলার পুরাতন মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জামাত শেষে সুলতানি আমলের রীতিতে ঈদ আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে বলে সম্প্রতি এমন ঘোষণা দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
চাঁদ দেখার পর আজ সন্ধ্যায় ৭টার দিকে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে থেকে ঈদ আনন্দ মিছিল বের হয়। চট্টলার সর্বসাধারণের ব্যানারে এই মিছিল চেরাগী পাহাড়, জামালখান এবং চকবাজার গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। এই মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করছে।