বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানিতে চাকরি, পদ ২০, আবেদন আগামীকালের মধ্যেই

নিয়োগ বিজ্ঞপ্তি
২০ পদে কর্মী নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডে

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। প্রতিষ্ঠানটি বিভিন্ন স্তরে স্থায়ী ২০ পদে কর্মী নিয়োগে ২৪ ফেব্রুয়ারি প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৬ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ২৪ মার্চ বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল);

১. পদের নাম: মহাব্যবস্থাপক (প্রশাসন ও ক্রয়);

পদসংখ্যা: ১টি;

বেতন: ২,০০,০০০ টাকা;

প্রার্থীর বয়স: ৫৪ বছর;

২. পদের নাম: মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন); 

পদসংখ্যা: ১টি;

বেতন: ২,০০,০০০ টাকা;

প্রার্থীর বয়স: ৫৪ বছর;

আরও পড়ুন: নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২৯

৩. পদের নাম: মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব); 

পদসংখ্যা: ১টি;

বেতন: ২,০০,০০০ টাকা;

প্রার্থীর বয়স: ৫৪ বছর;

৪. পদের নাম: উর্ধ্বতন ব্যবস্থাপক (আয় ও ব্যয়);

পদসংখ্যা: ১টি;

বেতন: ৯০,০০০ টাকা;

প্রার্থীর বয়স: ৪০ বছর;

৫. পদের নাম: সহকারী ব্যবস্থাপক;

পদসংখ্যা: ২টি;

বেতন: ৪৮,০০০ টাকা;

প্রার্থীর বয়স: ৩২ বছর;

৬. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (আইটি);

পদসংখ্যা: ১টি;

বেতন: ৪৮,০০০ টাকা;

প্রার্থীর বয়স: ৩২ বছর;

৭. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (অ্যাসিস্ট্যান্ট স্যাটেলাইট ইঞ্জিনিয়ার-প্ল্যানিং);

পদসংখ্যা: ১টি;

বেতন: ৪৮,০০০ টাকা;

প্রার্থীর বয়স: ৩২ বছর;

৮. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (অ্যাসিস্ট্যান্ট স্যাটেলাইট ইঞ্জিনিয়ার-এক্সিকিউশন);

পদসংখ্যা: ৩টি;

বেতন: ৪৮,০০০ টাকা;

প্রার্থীর বয়স: ৩২ বছর;

আরও পড়ুন: সমবায় অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৫১১

৯. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার-ব্রডকাস্ট);

পদসংখ্যা: ২টি;

বেতন: ৪৮,০০০ টাকা;

প্রার্থীর বয়স: ৩২ বছর;

১০. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার-ভিস্যাট);

পদসংখ্যা: ২টি;

বেতন: ৪৮,০০০ টাকা;

প্রার্থীর বয়স: ৩২ বছর;

১১. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (অ্যাসিস্ট্যান্ট আরএফ ইঞ্জিনিয়ার);

পদসংখ্যা: ১টি;

বেতন: ৪৮,০০০ টাকা;

প্রার্থীর বয়স: ৩২ বছর;

১২. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (অ্যাসিস্ট্যান্ট সিস্টেম অ্যাডমিন);

পদসংখ্যা: ১টি;

বেতন: ৪৮,০০০ টাকা;

প্রার্থীর বয়স: ৩২ বছর;

১৩. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (অ্যাসিস্ট্যান্ট পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ার);

পদসংখ্যা: ১টি;

বেতন: ৪৮,০০০ টাকা;

প্রার্থীর বয়স: ৩২ বছর;

১৪. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (বাজেট, ভ্যাট ও ট্যাক্স);

পদসংখ্যা: ১টি;

বেতন: ৪০,০০০ টাকা;

প্রার্থীর বয়স: ৩২ বছর;

১৫. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (অ্যাসিস্ট্যান্ট ল অফিসার);

পদসংখ্যা: ১টি;

বেতন: ৪০,০০০ টাকা;

প্রার্থীর বয়স: ৩২ বছর;

আরও পড়ুন: খাদ্য অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৭৯১

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ সব পদের আবেদন ফি বাবদ ২২৩ টাকা ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে;

আবেদেনের শেষ তারিখ: আগামী ২৪ মার্চ ২০২৫, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।