
মসজিদে ইতেকাফরত অবস্থায় মুসল্লির মৃত্যু
- ২৩ মার্চ ২০২৫, ১৫:৪৪

ফেনীর দাগনভূঞায় ইতেকাফরত অবস্থায় নুর আলম বাবুল (৫০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৩ মার্চ) ভোরে উপজেলার মাতুভূঞা ইউনিয়নের বেকেরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মসজিদের ইমাম মাওলানা নিজাম উদ্দিন মিয়াজী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত বাবুল একই ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের সোবহান ডিলার বাড়ির নুর নবীর ছেলে। শুক্রবার (২১ মার্চ) থেকে তিনি ইতেকাফে বসেন। আজ ভোরে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি।
এ বিষয়ে ইমাম মাওলানা নিজাম উদ্দিন মিয়াজী বলেন, নুর আলম বাবুল গত শুক্রবার সন্ধ্যায় ইতিকাফ পালনের জন্য মসজিদে আসেন। ইবাদত-বন্দেগিতে সময় কাটাচ্ছিলেন তিনি। কিন্তু আজ ভোর সাড়ে ৫টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। মসজিদে অবস্থানরত অন্য মুসল্লিরা বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত হাসপাতালে নেন। তবে পথেই তার মৃত্যু হয়।