ড্রাম ট্রাকের চাপায় প্রাণ গেল ছাত্রের, ক্ষোভে গাড়িতে আগুন

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনায় ছাত্রের মৃত্যুর পর ট্রাকে আগুন দেন জনতা

দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের কাহারোল উপজেলায় বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় হামজা নামে এক ছাত্র নিহত হয়েছেন। শনিবার (২২ মার্চ) দুপুরে উপজেলার ১৩ মাইল গড়েয়া পূর্ব মল্লিকপুর কলেজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হামজা ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরপরই ক্ষুব্ধ এলাকাবাসী রাস্তায় বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে উত্তেজিত জনতা ড্রাম ট্রাকটিতে আগুন ধরিয়ে দেন।

আরো পড়ুন: হাসনাতের বক্তব্য ‘হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার’: সেনা সদর

দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনার পরপরই সাধারণ শিক্ষার্থীরা আজ রবিবার (২৩ মার্চ) হতে বীরগঞ্জে সব ধরনের ড্রাম ট্রাক চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।