আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কাল এনপিসিপির বিক্ষোভ

এনসিপি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিলের আয়োজন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ শুক্রবার (২১ মার্চ) রাতে দলের যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণহত্যার দায়ে গণহত্যাকারী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের অংশীদারদের বিচার, দলের নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আগামীকাল ২২ মার্চ, বিকাল ৩ টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, ঢাকা মহানগরের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত বিক্ষোভ সমাবেশে এনসিপি'র সকল নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হলো।