কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৪০০ শিক্ষার্থীর মধ্যে কুরআন বিতরণ
- ০৬ জুলাই ২০২৫, ১১:১৫
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের উদ্যোগে বিনামূল্যে কোরআন বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নিবন্ধনকৃত শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৪০০ কুরআন বিতরণ করা হয়।
কোরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের সদস্যরা জানান, চলতি বছরে ৫০০টি কুরআন বিতরণের পরিকল্পনা রয়েছে। কুবির যেকোনো শিক্ষার্থী কোরআন নিতে ইচ্ছুক হলে বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন। অমুসলিম শিক্ষার্থীরাও চাইলে কুরআন নিতে পারবেন। নিবন্ধিত শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে, তবে পরবর্তীতে স্টক থাকলে নতুন করে ঘোষণা দিয়ে আরও কোরআন বিতরণ করা হবে।
ক্লাবের দাওয়াহ সম্পাদক হাসান ইমাম ফরহাদ বলেন, "আমরা কুরআন শিক্ষাকে ছড়িয়ে দিতে শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ করছি। কোরআনের জ্ঞান সবার জন্য উন্মুক্ত। মুসলিম ও অমুসলিম সবার মধ্যেই আমরা কুরআন বিতরণ করছি, যাতে ইসলাম সম্পর্কে সঠিক ধারণা ছড়িয়ে দেওয়া যায় এবং ইসলামফোবিয়া দূর হয়।"