সুবিধাবঞ্চিতদের ব্যতিক্রমী ঈদ উপহার ছাত্রদল নেতার

সুবিধাবঞ্চিতদের সহায়তায় সোহেল রানা
সুবিধাবঞ্চিতদের সহায়তায় সোহেল রানা © সংগৃহীত

সুবিধাবঞ্চিতদের সহায়তায় কোনো ফটোসেশন নয়। রাতের আঁধারে তাদের বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার পৌঁছে দিয়েছেন একজন ছাত্রদল নেতা। তার নাম সোহেল রানা। তিনি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি। মাদারীপুর জেলার শিবচর উপজেলার বিভিন্ন এলাকায় রাতে রাতে ঘুরে ঘুরে এসব উপহারসামগ্রী বিতরণ করা হয়। 

জানা গেছে, ‘জাতীয়তাবাদী পরিবার’র আয়োজনে এ উপহার সামগ্রী বিতরণের লক্ষ্যে প্রথমে শিবচর উপজেলার বিভিন্ন গ্রামের অসহায় সুবিধাবঞ্চিত মানুষের তালিকা তৈরি করা হয়। এরপর সর্বোচ্চ গোপনীয়তা বজায় রেখে রাতের অন্ধকারে সোহেল রানা বাড়ি বাড়ি গিয়ে নিত্যপ্রয়োজনীয় নানা পণ্য উপহার হিসেবে পৌঁছে দেন।

এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সোহেল রানা বলেন, ফটোসেশনের ভয়ে অনেক সুবিধাবঞ্চিত মানুষ প্রয়োজন থাকলেও উপহার নেন না। সামাজিকভাবে পরবর্তীতে হেয় প্রতিপন্ন হন। এই ট্যাবু ভাঙতে চেষ্টা করেছি বিভিন্ন সময়ে। নিজের সাধ্যের মধ্যে গোপনভাবেই সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। 

তিনি বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে উপহারের ব্যাপ্তি বাড়িয়েছি। তাই তালিকা তৈরি করে রাতের আঁধারে মানুষের বাড়ি বাড়ি গিয়ে উপহার পৌঁছে দিয়েছি। উপহার পেয়ে সেই মানুষগুলো খুব খুশি হয়েছেন।