বহিষ্কৃত পিয়নের হাতে প্রধান শিক্ষক লাঞ্ছিত, গ্রেপ্তার ১

শিক্ষক লাঞ্ছিত
প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ভিডিও ছড়িয়ে দেওয়া হয় ফেসবুকে

ফেনীর দাগনভূঞা উপজেলার চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের ওপর হামলা ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার দেওয়া অভিযোগের ভিত্তিতে হুমাইয়ুন কবির নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১ নভেম্বর বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ ও ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে স্কুলের পিয়ন হুমাইয়ুন কবিরকে বরখাস্ত করা হয়। চাকরি হারানোর পর থেকে তিনি বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি ক্ষুব্ধ হন এবং বিভিন্ন সময় তাদের মারধরসহ নানা ধরনের হুমকি দেন। 

এরই ধারাবাহিকতায় গত বুধবার (১২ মার্চ) হুমাইয়ুন কবির (৪৮), তার স্ত্রী (৩৮) ও তাদের ছেলে (১৯) বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ওপর হামলা চালান এবং ঘটনার ভিডিও ধারণ করেন। পরবর্তীতে তারা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক দাগনভূঞা থানায় মামলা করেছেন।

আরো পড়ুন: বহিরাগতদের সঙ্গে নিয়ে কয়েকজন ছাত্রকে মারধর ছাত্রদল কর্মীর, ছাত্রীদের হেনস্তা 

ভুক্তভোগী শিক্ষক বলেন, ‘ঘটনার দিন আমি সরকারি শিশু জরিপ তথ্য হালনাগাদের জন্য বিদ্যালয়ে গিয়েছিলাম। এ সময় পূর্বপরিকল্পিতভাবে বহিষ্কৃত পিয়ন হুমাইয়ুন কবির, তার স্ত্রী ও ছেলে হামলা করে এবং মানহানির উদ্দেশ্যে ভিডিও ধারণ করে। আমার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। এছাড়া তাদের ভিডিওটি রিমন ফেসবুকে পোস্ট করে আমার মানহানি করে।’

এ ব্যাপারে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, ভুক্তভোগীর কাছ থেকে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।