
ফিলিস্তিনপন্থী ২২ শিক্ষার্থীকে শাস্তি দিল কলম্বিয়া বিশ্ববিদ্যালয়
- ১৪ মার্চ ২০২৫, ১১:১৫

ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে ২২ শিক্ষার্থীকে শাস্তি দিয়েছে আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শাস্তি হিসেবে তাদের ডিগ্রি স্থগিত, বহিষ্কার বা বাতিল করা হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে সম্পর্কিত কোম্পানিগুলো থেকে বিশ্ববিদ্যালয়কে বিচ্ছিন্ন করার দাবি জানিয়ে গত বছর একটি অ্যাকাডেমিক ভবন দখল করেছিলেন শিক্ষার্থীরা। এই পদক্ষেপের কারণে ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
ছাত্রসংগঠন জোট ‘কলম্বিয়া বিশ্ববিদ্যালয় বর্ণবাদী ডাইভেস্ট’ (CUAD) জানিয়েছে, কলম্বিয়া এবং এর অধিভুক্ত বার্নার্ড কলেজ মোট নয়জন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে। এই পদক্ষেপ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বাধিক সংখ্যক বহিষ্কারের ঘটনা।
উল্লেখ্য, গত শনিবার (৮ মার্চ) ফিলিস্তিনপন্থী ক্যাম্পাস বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ কর্তৃক গ্রেপ্তার হয়েছে কলম্বিয়ার ছাত্র এবং গ্রিন কার্ডধারী মাহমুদ খলিল। তার মুক্তির জন্য আন্দোলন চলছে যুক্তরাষ্ট্রে।