‘অতিমাত্রার রাজনীতি ছাত্রশিবির পছন্দ করে না’

ছাত্রশিবির
নুরুল ইসলাম সাদ্দাম

‘অতিমাত্রার রাজনীতি ছাত্রশিবির পছন্দ করে না’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। আজ মঙ্গলবার (১১ মার্চ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে শাখা ছাত্রশিবিরের ইফতার মাহফিলে এ মন্তব্য করেন তিনি। 

তিনি বলেন, ‘ছাত্রশিবির শুধু একটি রাজনৈতিক সংগঠনই নয়, এটি একটি স্বতন্ত্রধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান। অতিমাত্রার রাজনীতি ছাত্রশিবির পছন্দ করে না। এখানে রাজনীতির পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতার শিক্ষা দেওয়া হয়। আমরা নিজ তাড়না থেকেই গণইফতার বা অন্যান্য দাওয়াতি কাজ করে থাকি।’

আরো পড়ুন: বিজ্ঞান শিক্ষায় পিছিয়ে মাদ্রাসা শিক্ষার্থীরা, জনবল সংকটকে দায়ী বোর্ডের

তিনি আরো বলেন, ‘রাজনীতির বাহিরে ছাত্রশিবির শিক্ষার্থীদের দক্ষ করতে, নৈতিকতা সম্পন্ন করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। আমাদের হাজারটা কাজের মধ্যে রাজনীতি একটি। আমরা নিজ তাড়না থেকে দাওয়াতি কাজ করে থাকি। ব্যক্তিজীবনের ব্যস্ততা নয় যৌবনে আধ্যাত্মিক ইবাদতের প্রয়োজন। আমাদের যৌবন বয়সে কুরআন নিয়ে রিসার্চ করতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়টির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী। শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ।

ছাত্রশিবিরের চবি শাখার দাওয়াহ্ সংগঠন ‘মিনার’-এর তত্ত্বাবধানে প্রতিদিন বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে দারসুল কুরআন ও গণইফতার মাহফিলের আয়োজন করা হয়। গণইফতার কার্যক্রম চলবে ২০ রমজান পর্যন্ত। ছাত্র-ছাত্রী মিলিয়ে প্রতিদিন প্রায় দুই হাজারের বেশি শিক্ষার্থী গণইফতারে অংশগ্রহণ করে থাকেন বলে জানানো হয়।