‘আমরা কোনো আন্দোলনের একক মালিকানা দাবি করি না’
- ০৬ জুলাই ২০২৫, ১২:৫০

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তরিকুল ইসলাম তুষার বলেছেন, ‘৭১ থেকে ২৪ বাংলাদেশ প্রশ্নে বিএনপি সর্বদা আপসহীন। শহীদ জিয়া এই দেশে ইসলামি মূল্যবোধ, বাংলাদেশি জাতীয়তাবাদ ও সাম্য শিখিয়েছেন। তিনি শিখিয়েছেন কীভাবে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দেশ ও দেশের মানুষকে আগলে রাখতে হয়।’
তিনি আরও বলেন, ‘আমরা কোনো আন্দোলনের একক মালিকানা দাবি করি না। আবার আমরা ধর্মকেও ব্যবহার করি না। ধর্মকে ব্যবহার করে বেহেশতের টিকিটও বিক্রি করি না। আমরা বাংলাদেশি জাতীয়তাবাদের উদারতা এবং মর্ম অনুধাবন করে গর্বিত হওয়ার জন্য সবাইকে আহ্বান জানাই।’
সোমবার (১০ মার্চ) নির্যাতিত শিশু আছিয়ার দ্রুত সুস্থতা কামনায় আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
বাকৃবির শাহজালাল হল ছাত্রদলের উদ্যোগে ওই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এ সময় শাহজালাল হলের দুই শতাধিক ছাত্র উপস্থিত ছিলেন।
মো. তরিকুল ইসলাম তুষার বলেন, 'যে সমাজে নারীরা নিরাপদ নয়, সে সমাজ সুস্থভাবে চলতে পারে না। সে সমাজ কলুষিত। আমরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাই। ধর্ষকের ফাঁসি চাই।’