কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চাকরি, আবেদন নির্ধারিত ফরমে

নিয়োগ বিজ্ঞপ্তি
প্রভাষক নিয়োগে আবেদন চলছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি ইতিহাস বিভাগে ‘প্রভাষক’ পদে শিক্ষক নিয়োগে ৪ মার্চ প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ;

বিভাগের নাম: ইতিহাস বিভাগ;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

আরও পড়ুন: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি, পদ ৩১

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

চাকরির ধরন: অস্থায়ী;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

কর্মস্থল: ত্রিশাল, ময়মনসিংহ;

আবেদনপত্র সংগ্রহ করবেন যেভাবে—

রেজিস্ট্রার অফিস থেকে অথবা এখানে ক্লিক করে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

রেজিস্ট্রার, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ-২২২৪ বরাবর আবেদনপত্র পাঠাতে পারবেন। এ ছাড়া আবেদনপত্রের একটি সফটকপি vcjkkniu@gmail.com ঠিকানায় পাঠাতে হবে;

আবেদন ফি—

সোনালী ব্যাংকের যে কোনো শাখায় রেজিস্ট্রার, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, সোনালী ব্যাংক লিমিটেড, বিশ্ববিদ্যালয় শাখা, ত্রিশাল, ময়মনসিংহ-এর অনুকূলে ২০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে। আবেদনপত্রের সঙ্গে টাকা জমার রশিদ অবশ্যই পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ২০ মার্চ ২০২৫, বিকেল ৩টা ৩০ মিনিট;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট