আন্দোলনে আহত ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে এনসিপির ইফতার সোমবার
- ০৬ জুলাই ২০২৫, ১২:৫৬
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধা এবং শহিদ পরিবারের সদস্যদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল সোমবার (১০ মার্চ) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিকাল ৪টায় এই অনুষ্ঠান আয়োজিত হবে।
রবিবার (৯ মার্চ) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এক ফেসবুক স্ট্যাটাসে এই তথ্য জানান।
নাহিদ ইসলাম জানান, অনুষ্ঠানে প্রতি শহিদ পরিবার থেকে সর্বোচ্চ দুজন এবং একজন আহত যোদ্ধা তার সাথে পরিবারের আরেকজন সদস্য নিয়ে আসতে পারবেন। আয়োজনে শৃঙ্খলার স্বার্থে সবাইকে অবশ্যই MIS কার্ডের কপি নিয়ে আসতে হবে। MIS কার্ড দেখে প্রবেশ করানো হবে।