সিটি করপোরেশনের উচিত চাঁদাবাজ ও দখলদারদের গ্রেপ্তার করা : ইশরাক
- ০৭ জুলাই ২০২৫, ১৫:৩৫

ঢাকা সিটি করপোরেশনের রাজধানীর ফুটপাত ও রাস্তা দখলকারী রাজনৈতিক পরিচয়দানকারী যেকোনো চাঁদাবাজ ও দখলদারদের গ্রেপ্তার করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
শুক্রবার (৭ মার্চ) রাতে ফেসবুকে নিজের পেজে এক পোস্টে এ আহ্বান জানান তিনি।
পোস্টে ইশরাক হোসেন লেখেন, ‘ঢাকা সিটি করপোরেশনের উচিত অবিলম্বে সব অবৈধ ফুটপাত ও রাস্তা দখলকারীদের উচ্ছেদের কর্মসূচি প্রণয়ন করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া। সে ক্ষেত্রে প্রয়োজনে টাস্কফোর্স গঠন করা এবং রাজনৈতিক পরিচয়দানকারী যেকোনো চাঁদাবাজ ও দখলদারদের গ্রেপ্তার করা।’
তিনি আরও লেখেন, ‘বিশেষ করে গুলিস্তান, মতিঝিল, সদরঘাট, ধোলাইখাল ও পার্শ্ববর্তী এলাকায় ভয়াবহ যানজট সৃষ্টিকারী এবং ফুটপাতে হাঁটাচলার প্রতিবন্ধকতা যারা করেছে, তাদের অবিলম্বে উচ্ছেদ করা হোক।’
পোস্টে ‘কোনো রাজনৈতিক দলের ওপর দায় চাপিয়ে কর্তৃপক্ষ নিজে দায় এড়াতে পারে না’ বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।